কোভিড-১৯ মোকাবিলায় এবার কেন্দ্রীয় সরকারকে রেকর্ড অঙ্কের টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করল উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজেস এবং আজিম প্রেমজি ফাউন্ডেশন ৷
গোটা বিশ্বজুড়ে আতঙ্কের এখন একটাই নাম করোনা ভাইরাস ৷ ভারতেও লকডাউনের মধ্যে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ পরিস্থিতি এখন যথেষ্ট উদ্বেগজনক ৷ এই অবস্থায় দেশের অধিকাংশ নাগরিকই সাহায্যের হাত বাড়িয়েছে সরকারের দিকে ৷ এ ব্যাপারে এগিয়ে এসেছে বিভিন্ন কর্পোরেট সংস্থা এবং সেলেব্রিটিরাও ৷
কোভিড-১৯ মোকাবিলায় এবার কেন্দ্রীয় সরকারকে রেকর্ড অঙ্কের টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করল উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজেস এবং আজিম প্রেমজি ফাউন্ডেশন ৷ তারা যৌথভাবে ১১২৫ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে ৷
করোনা যুদ্ধে সরকারকে সাহায্যের জন্য ১০০ কোটি টাকা উইপ্রো লিমিটেড, ২৫ কোটি উইপ্রো এন্টারপ্রাইজ এবং বাকি ১০০০ কোটি টাকা দেবে আজিম প্রেমজি ফাউন্ডেশন ৷ সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, গোটা দেশের এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে সংস্থা বদ্ধপরিকর ৷ কোভিড-১৯ যাদের জীবনে বিপদ ডেকে এনেছে, তাদের পাশে দাঁড়াতেই এই টাকা অনুদানের ঘোষণা করা হল ৷
Always updated & always truth
খারাপ এর মাঝে ভাল খবর Wipro, Azim Premji Foundation, রেকর্ড অঙ্কের অর্থ অনুদানের ঘোষণা ! |
গোটা বিশ্বজুড়ে আতঙ্কের এখন একটাই নাম করোনা ভাইরাস ৷ ভারতেও লকডাউনের মধ্যে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ পরিস্থিতি এখন যথেষ্ট উদ্বেগজনক ৷ এই অবস্থায় দেশের অধিকাংশ নাগরিকই সাহায্যের হাত বাড়িয়েছে সরকারের দিকে ৷ এ ব্যাপারে এগিয়ে এসেছে বিভিন্ন কর্পোরেট সংস্থা এবং সেলেব্রিটিরাও ৷
Wipro & Azim Premji Foundation commit Rs 1,125 cr to tackle #COVID19 crisis#CoronavirusOutbreak #COVID2019india pic.twitter.com/DEb7DIE88O— CNBC-TV18 (@CNBCTV18Live) April 1, 2020
করোনা যুদ্ধে সরকারকে সাহায্যের জন্য ১০০ কোটি টাকা উইপ্রো লিমিটেড, ২৫ কোটি উইপ্রো এন্টারপ্রাইজ এবং বাকি ১০০০ কোটি টাকা দেবে আজিম প্রেমজি ফাউন্ডেশন ৷ সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, গোটা দেশের এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে সংস্থা বদ্ধপরিকর ৷ কোভিড-১৯ যাদের জীবনে বিপদ ডেকে এনেছে, তাদের পাশে দাঁড়াতেই এই টাকা অনুদানের ঘোষণা করা হল ৷
Always updated & always truth
0 Comments
Always updated & always truth