ত্যুর নিরিখে চিনকে ছাড়িয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। এ যাবৎ সে দেশে মৃত্যু হয়েছে ৩৩১৬ জনের। আন্তর্জাতিক সংবাদসংস্থার মতে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ১৫ হাজার ৪১৭ জন। শুধু বুধবারেই ৮৮৪ জনের মৃত্যু হয়েছে ওই দেশে। এভাবে চললে মৃত্যুর নিরিখে ইতালি, স্পেনকেও ছাপিয়ে যাবে এই দেশ, মনে করছে উদ্বিগ্নমহল।
বুধবার পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "এ দেশের বাসিন্দাদের প্রস্তুত হতে বলছি। আগামী দু'সপ্তাহ আমাদের জন্যে কঠিনতম হতে চলেছে। "
গত রবিবারই মার্কিন বিজ্ঞানী অ্যান্থনি ফুসি অনুমান করেছিলেন , মার্কিন যুক্তরাষ্ট্রে এই অতিমারী ১লক্ষ থেকে ২ লক্ষ প্রাণ নিতে পারে। ২লক্ষের বেশি মৃত্যুর আশঙ্কা করছে হোয়াইট হাউজও।
Always updated & always truth
![]() |
করোনা ভয়ে কাঁপছে ট্রাম্পের দেশ |
বুধবার পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "এ দেশের বাসিন্দাদের প্রস্তুত হতে বলছি। আগামী দু'সপ্তাহ আমাদের জন্যে কঠিনতম হতে চলেছে। "
গত রবিবারই মার্কিন বিজ্ঞানী অ্যান্থনি ফুসি অনুমান করেছিলেন , মার্কিন যুক্তরাষ্ট্রে এই অতিমারী ১লক্ষ থেকে ২ লক্ষ প্রাণ নিতে পারে। ২লক্ষের বেশি মৃত্যুর আশঙ্কা করছে হোয়াইট হাউজও।
Always updated & always truth
0 Comments
Always updated & always truth