করোনার জেরে ঘরবন্দি গোটা দেশ, গোটা শহর ৷ বেশিরভাগ অফিস চলছে বাড়ি থেকেই ৷ পুরো ব্যাপারটা ঘিরেই মাঝে মধ্যে মানসিক চাপ ৷ অল্প-স্বল্প খারাপ লাগা ৷ ইশশ... কত দিন হলো বাড়ির বাইরে বের হই না, যাবতীয় ভাবনা চিন্তা মনের কোণায় ৷ আসুন না, এরকম না ভেবে অন্যরকম ভাবি? ঘরে থাকার যখন এতটা সময় পাওয়া গিয়েছে, আসুন না সেই সময়টাকে উপযুক্তভাবে কাটিয়ে দিই ৷ আরে হ্যাঁ, এটাই তো সুযোগ!
সিনেমা হলেও কোনও নতুন ছবি নেই, এখন মনোরঞ্জনের জন্ত টিভি ছাড়া আকমত্র ভরসা ওটিটি প্ল্যাটফর্মেই। কিন্ত এতো দিন ঘরে ঘরে বসে সেখানেরও প্রায় সবই দেখে ফেলেছেন। নতুন কিছু দেখার খুজে পাচ্ছেন না। জেনে নিন এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে কোনও কোনও নতুন ওয়েব সিরিজ থেকে ছবি আর কোথায় দেখা যাবে সেইগুলি
Always updated & always truth
জেনে নিন লকডাউনের মাঝে নেটফ্লিক্স, অ্যামাজনে মুক্তি পাচ্ছে এসব ছবি, সিরিজ |
সিনেমা হলেও কোনও নতুন ছবি নেই, এখন মনোরঞ্জনের জন্ত টিভি ছাড়া আকমত্র ভরসা ওটিটি প্ল্যাটফর্মেই। কিন্ত এতো দিন ঘরে ঘরে বসে সেখানেরও প্রায় সবই দেখে ফেলেছেন। নতুন কিছু দেখার খুজে পাচ্ছেন না। জেনে নিন এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে কোনও কোনও নতুন ওয়েব সিরিজ থেকে ছবি আর কোথায় দেখা যাবে সেইগুলি
আশা নেগি ও শরমন যোশী অভিনীত বারিস, দ্বিতীয় সিজন নিয়ে ফিরে এসেছে। দেখা যাবে অল্ট বালাজিতে
হোমিসাইড ইন্টারভেনশন টিম নিয়ে এই ছবিটি দেখা যাবে অ্যামাজন প্রাইমে
৪ এপিল থেকে আমাজন প্রাইমে স্ট্রিমিং হবে বিধু বিনোদ চোপড়ার পরিচালিত ছবি শিকারা।
৩ এপ্রিল থেকে অ্যামাজন প্রাইমে দেখা পাবেন নীনা গুপ্তা, রঘুবীর যাদব ও জিতেন্দ্র কুমার অভিনীত পঞ্চায়েত
১৭ এপ্রিল থেকে আমাজন প্রাইমে দেখা যাবে এই সিরিজের দ্বিতীয় সিজন
৩ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে মনি হেস্ট -এর চতুর্থ সিজন
২৭ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখাতে পাবেন একটি নতুন সিরিজ নেভার হ্যাভ আই এভার
২৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখতে পাবেন কমেডি শো ইওর সিনসিয়ারলি করণ গিল
৩ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখতে পাবেন কফি অ্যান্ড কারিম
Always updated & always truth
0 Comments
Always updated & always truth