করোনাভাইরাসের জেরে সরকারের ঘোষিত ২১ দিনের লকডাউনে সারা দেশবাসী যখন গৃহবন্দি, তখন ফাঁকা রাস্তায় তো নিশ্চিন্তে বেরতেই পারে বনের পশুপ্রাণীরা। হয়ত সেটাই চিন্তা করে সোমবার সকালে চণ্ডীগড়ের সেক্টর–৫–এর একটা বাড়ির চত্বরে দিব্যি ঢুকে পড়েছিল একটা লেপার্ড বা চিতাবাঘ। বাড়ির উঠোনে চিতাবাঘ দেখতে পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। আতঙ্ক ছড়ায় পুরো পাড়াতেই। খবর দেওয়া হয় বন দপ্তরে। পৌঁছয় সেক্টর–৩ থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে বেরতে নিষেধ করে দেয় পুলিশ। এরপর ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় চিতাবাঘটিকে খাঁচাবন্দি করে নিয়ে যান বনকর্মীরা। সেক্টর–৩–এর স্টেশন হাউস অফিসার বা এসএইচও ইন্সপেক্টর জসপাল সিং জানালেন, প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটাকে ফের বনে ছেড়ে দিয়ে আসা হবে।
ছবি: এএনআই
Always updated & always truth
স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে বেরতে নিষেধ করে দেয় পুলিশ। এরপর ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় চিতাবাঘটিকে খাঁচাবন্দি করে নিয়ে যান বনকর্মীরা। সেক্টর–৩–এর স্টেশন হাউস অফিসার বা এসএইচও ইন্সপেক্টর জসপাল সিং জানালেন, প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটাকে ফের বনে ছেড়ে দিয়ে আসা হবে।
ছবি: এএনআই
Always updated & always truth
0 Comments
Always updated & always truth