২৫ হাজার কর্মীর দায়িত্ব নিলেন সলমন খান

দেশজুড়ে লকডাউন চলায় খেটে খাওয়া মানুষের অবস্থা অসহনীয় হয়ে পড়েছে।। এমনকী তার রেশ পড়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যার জেরে কাজই বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার দৈনিক কর্মীর পরিবারে দায়িত্ব নিলেন সলমন খান। এই কর্মীদের মধ্যে জুনিয়া আর্টিস্ট, টেকনিশিয়ানস–সহ অনেকেই রয়েছেন। সল্লু ভাইয়ের এই উদ্যোগের কথা জানিয়েছেন, ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজের সভাপতি বি এন তিওয়ারি।


salman khan 

বি এন তিওয়ারি সংবাদ সংস্থা পিটিআই–কে জানান, সলমন খানের সংস্থা বিয়িং হিউম্যানের মাধ্যমে এই সাহায্য কর্মীদের পরিবারের কাছে পৌঁছে দেবেন। সলমনের স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ফোন করে একথা জানানো হয়েছে। এখানে প্রায় ৫ লক্ষ কর্মী রয়েছে। যাঁদের মধ্যে ২৫ হাজার কর্মী আর্থিক সাহায্যের ভীষণ প্রয়োজন। এই কর্মীদের দায়িত্ব নিয়েছেন সল্লু ভাই। এই সমস্ত কর্মীরা যাতে সরাসরি টাকা পায়, তাই তাঁদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্যও নিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভোজপুরী অভিনেতা রবি কিষণ ভোজপুরী ফিল্মি ইন্ডাস্ট্রির সমস্ত আর্থিকভাবে দুর্বল ‘‌দিন আনি দিন খাই’‌ কর্মীদের পরিবারের আর্থিক দায়–দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দিয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান দিয়েছেন ৩০ লক্ষ টাকা। এগিয়ে এসেছেন আরও অনেকেই।








Always updated & always truth

Post a Comment

0 Comments